ছবি: প্রতীকী
কিয়ামতের আলামত হিসেবে রাসুলুল্লাহ (সা.) কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করেছেন। তেমনই এক আলামত হলো হিজাজের ভূমি থেকে ভয়ংকর আগুনের আবির্ভাব।
আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে, যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে।”
(বুখারি, হাদিস : ৭১১৮)
ইমাম নববী (রহ.) উল্লেখ করেছেন, এই আগুন হিজরি ৬৫৪ সালে প্রকাশিত হয়েছিল। তিনি বলেন, “আমাদের যুগে, মদিনার পূর্ব দিকে এবং হাররার পেছনে এই আগুন দেখা যায়। মদিনার প্রত্যক্ষদর্শীরা আমাকে এর খবর দিয়েছে, যা সিরিয়া এবং আশপাশের এলাকার মানুষের কাছেও পৌঁছেছে।” (শারহুন নববি আলা মুসলিম)
ইমাম কুরতুবি (রহ.) আরও জানান, এই আগুন মারাত্মক এক ভূমিকম্পের মাধ্যমে সূচনা হয়েছিল। ৬৫৪ হিজরির জুমাদাল উখরা মাসের তৃতীয় দিনে, বুধবার রাতে ইশার পর এ ঘটনা ঘটে। ভয়ংকর আগুনটি শুক্রবার দুপুর পর্যন্ত স্থায়ী ছিল। (আত-তাজকিরা : ১/১২৩৬)
তবে, বিশেষজ্ঞদের মতে, এই আগুন হাশরের মাঠে মানুষকে একত্র করার আগুন নয়। কিয়ামতের ঠিক আগে ইয়েমেন বা আদন গুহা থেকে আরেকটি আগুন বের হবে, যা সব মানুষকে হাশরের মাঠে নিয়ে যাবে।
(মুসলিম, হাদিস : ৭১৭৮)
এই ঐতিহাসিক ঘটনার প্রতি দৃষ্টি দিয়ে আমাদের উচিত কিয়ামতের বিষয়ে আরও সচেতন হওয়া এবং আল্লাহর বিধান পালনে মনোযোগী হওয়া।
এম.কে.