ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

স্বপ্নে নামাজ ও বিয়ে দেখলে কি হয় ? জানলে অবাক হবেন

প্রকাশিত: ২৩:০৮, ১০ জানুয়ারি ২০২৫

স্বপ্নে নামাজ ও বিয়ে দেখলে কি হয় ? জানলে অবাক হবেন

স্বপ্নে নামাজ এবং বিয়ে দেখা ইসলামে কিছুটা আলাদা আলাদা ভাবার্থ ধারণ করতে পারে। তবে, এসব সাধারণত ব্যক্তি বা পরিস্থিতির ওপর নির্ভর করে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়।

স্বপ্নে নামাজ দেখা:

  • যদি শুয়ে নামাজ পড়তে দেখে তার মনের আশা পূরন হবে এমন ইঙ্গিত বহন করে।
  • যদি শুয়ে নামাজ পড়তে দেখে কেউ শুয়ে নামাজ পড়ছে তাহলে তাদের ভাষ্য অনুসারে হয়তো বা তাঁর মৃত্যু সন্নিকটে।
  • যদি কেউ বসে নামাজ পড়তে দেখে তাহলে দ্রুত সে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।
  • যদি কেউ পশ্চিম দিকে নামাজ পড়তে দেখে তাহলে মানে ধরে নিতে হবে। ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তাঁর উদাসীনতা প্রকাশ পেয়েছে। তার পরে বলা হচ্ছে,
  • যদি কেউ পূর্ব দিকে নামাজ আদায় করে তাহলে তার দ্রুত হন ওসি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার যদি বড় জামাতে নামাজ আদায় করে তাহলে বড় রহমতের সম্মুখীন সে হবে। বড় জামাতের ইমাম যদি সে হয় বড় জামাতের ইমাম তাহলে সম্ভাবনা আছে তার লিডার হওয়ার তো বড় রহমত মানে কি মানে আল্লাহ হয়তো বড় কোনও নিয়ামক দেবেন।
  • আর বড় জামাতে নামাজ আদায় করতে দেখলে যদি সেই ইমাম হয় তাহলে বড় লিডার হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে।
  • স্বপ্নের ব্যাখ্যা কোন হাদীস সরাসরি এ ভাবে নাই। সুতরাং আপনি বিশ্বাস করতে পারেন না করলে না করতে পারেন।

স্বপ্নে বিয়ের ব্যাখ্যাঃ

বিয়ে সাথে যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে এটা ধনসম্পদ আসবে বা পারিবারিক বরকত দেখা দিবে ।

রাজু

×