ছবি: সংগৃহীত
পাঁচ ওয়াক্ত নামাজ সবার ওপর ফরজ। কোনো কারণে জামাতে আদায় করতে না পারলে পরবর্তীতে আদায় করে নিতে হবে। কোনোভাবে নামাজ ছাড়া যাবে না।
জামাত ছাড়া নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়া গেলেও জুমার নামাজ জামাত ছাড়া পড়া যাবে না। জুমার নামাজের জন্য বেশ কিছু শর্ত রয়েছে।
জুমার জন্য যেসব শর্ত রয়েছে তা পাওয়া গেলে মসজিদের বাইরে অন্যান্য খোলামেলা জায়গা বা মাঠেও জুমার নামাজ পড়া যাবে। জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে —
১. গ্রামে বা জনমানবহীন বিরান স্থানে জুমার নামাজ শুদ্ধ হবে না।
২. জামাতে জুমার নামাজ পড়তে হবে। ইমাম ছাড়া কমপক্ষে তিনজন মুসল্লী হতে হবে। মোট চারজন ছাড়া জুমার নামাজ আদায় করা যাবে না।
৩. জোহরের সময় হতে হবে।
৪. সকলের জন্য নামাজে অংশগ্রহণের সাধারণ অনুমতি থাকতে হবে।
৫. খুতবা দিতে হবে।
জুমার নামাজ পড়তে হলে এমন জায়গায় আসতে হবে যেখানে জুমার জন্য উপরে উল্লেখিত শর্তগুলো পাওয়া যায়।
এক হাদিসে হজরত আলী রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, শহর ছাড়া জুমা ও ঈদের নামাজ নেই। (তাহাবী শরিফ, হাদিস :১১৫৪)
আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মদীর জন্য গোটা ভূপৃষ্ঠকে মসজিদ বানিয়ে দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস : ৩৩৫; সহিহ মুসলিম, হাদিস : ৫২২)
শিলা ইসলাম