ছবি : সংগৃহীত
ইসলামে শুক্রবারের দিনটি খুবই মর্যাদাপূর্ণ। শুক্রবারের দিন রসুল সা.-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা মুসলমানদের জন্য ওয়াজিব। শুক্রবার আসরের সময় দরুদ পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়।
রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার এই দরুদ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হবে।’ (আফদালুস সালাওয়াত-২৬)
দরুদ শরিফ-
اللَّهمَّ صلِّ علَى محمَّدٍ النَّبيِّ الأُمِّيِّ وعلى آله وسلم تسليمًا
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা।
মনিষা মিম