ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নারীরা পবিত্র হতে টিস্যু ব্যবহার করতে পারেন?

প্রকাশিত: ০৪:৪১, ৭ জানুয়ারি ২০২৫

নারীরা পবিত্র হতে টিস্যু ব্যবহার করতে পারেন?

ছবি: প্রতীকী

ইসলামে পবিত্রতা অর্জনের জন্য টিস্যু বা ঢিলা ব্যবহার গুরুত্বপূর্ণ একটি বিধান। রাসূলুল্লাহ (সা.) তাঁর যুগে ইস্তিঞ্জার জন্য ঢিলা ব্যবহার করতেন, যা আধুনিক যুগে টিস্যু দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।

হাদিসে বর্ণিত আছে, হজরত সালমান ফারসী (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) আমাদের কিবলার দিকে মুখ করে পায়খানা-পেশাব করা, ডান হাতে কুলুখ নেওয়া এবং শুষ্ক গোবর বা হাড় দিয়ে ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন। (মুসলিম)

ইস্তিঞ্জার ক্ষেত্রে নারী ও পুরুষের জন্য কোনো ভিন্ন নিয়ম নেই। উত্তম পবিত্রতা অর্জনের জন্য ঢিলা ও পানি উভয়ের ব্যবহারকে সবচেয়ে ভালো হিসেবে নির্দেশ করা হয়েছে। এটি কোরআন মাজিদেও উল্লেখ আছে— “আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন।” (সূরা তাওবা, আয়াত: ১০৮)

যদিও কেবল পানি দিয়েও ইস্তিঞ্জা করা সম্ভব এবং তা যথেষ্ট বলে হাদিসে এসেছে। আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন পায়খানায় যেতেন, তখন পানি বহনকারী একটি পাত্র সঙ্গে রাখা হতো, এবং তা দিয়ে তিনি ইস্তিঞ্জা করতেন। (সহিহ বুখারি, হাদিস : ১৫২)

সুতরাং, নারীরা পবিত্রতা অর্জনে টিস্যু ব্যবহার করতে পারেন। তবে টিস্যুর সঙ্গে পানি ব্যবহার করলে এটি আরও উত্তম হয়। কুবা নগরবাসীদের প্রশংসায় বলা হয়, তারা ঢিলা ও পানি উভয়টি ব্যবহার করতেন, যা আল্লাহর কাছে পছন্দনীয়।

এম.কে.

×