ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

দ্রুত বিয়ে হওয়ার জন্য যেসব আমল করবেন

প্রকাশিত: ১৬:৩৭, ২৬ ডিসেম্বর ২০২৪

দ্রুত বিয়ে হওয়ার জন্য যেসব আমল করবেন

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ইসলামে বিয়েকে পূর্ণাঙ্গ জীবনযাত্রার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বর্তমানে অনেকেই ক্যারিয়ার গঠন ও নানা কারণে সময়মতো বিয়ে করতে পারছেন না। এতে হতাশা, একাকিত্ব এবং জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া ও কোরআনের নির্দিষ্ট আমল পালন করলে বিয়ের পথ সহজ হতে পারে। এখানে দ্রুত ও সহজ বিয়ের জন্য কিছু বিশেষ দোয়া ও কোরআনের আমল তুলে ধরা হলো।

বিয়ের জন্য বিশেষ দোয়া
সালাতুল হাজত নামাজ ও দোয়া:
বিয়ে সহজ করতে বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোরআনে বর্ণিত একটি দোয়া রয়েছে, যা প্রত্যেক নামাজের পর পড়া উচিত।

দোয়া:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ:
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।

অর্থ:
‘হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন।’ (সুরা: ফুরকান, আয়াত: ৭৪)

এই দোয়াটি প্রতিদিন নামাজের পর, এমনকি দিনের যেকোনো সময় বেশি বেশি পড়া যেতে পারে।

দ্রুত বিয়ের জন্য কোরআনের আমল
কোরআনের কয়েকটি আয়াত নিয়মিত পাঠ করলে বিয়ের ক্ষেত্রে আল্লাহর রহমত লাভ করা সম্ভব।

১. সুরা তাওবা, আয়াত ১২৯:
فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ:
ফাইং তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ:
‘এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত আর কারও বন্দেগি নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।’

২. সুরা কাসাস, আয়াত ২৪:
فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ:
ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।

অর্থ:
‘অতঃপর তিনি তাদের জন্য পানি সরবরাহ করলেন। এরপর ছায়ার দিকে ফিরে গিয়ে বললেন, হে আমার প্রভু, আপনি আমার প্রতি যে কল্যাণ প্রেরণ করবেন, তার জন্য আমি অভাবগ্রস্ত।’

৩. সুরা দোহা:
প্রতিদিন ১১ বার সুরা দোহা পড়া দ্রুত বিয়ের ক্ষেত্রে সহায়ক হতে পারে।

বিয়ের জন্য আল্লাহর ৯৯ নামের আমল
আল্লাহর ৯৯টি নাম নিয়মিত পাঠ করলে আল্লাহ তায়ালার কাছে বিশেষ বরকত পাওয়া যায়। এই আমলটি প্রতিদিন করা যেতে পারে।

বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এটি সহজ করতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে দোয়া ও আমল করা উচিত। আল্লাহর কাছে চাওয়া তাঁর রহমত ও বরকত লাভের অন্যতম মাধ্যম। মনে রাখতে হবে, আল্লাহ সব সময় তাঁর বান্দার জন্য কল্যাণকর সময় নির্ধারণ করেন। সৎ মনোভাব নিয়ে নিয়মিত এই আমলগুলো করলে আল্লাহ তায়ালা নিশ্চয়ই আপনার জীবনের এই প্রয়োজন পূরণ করবেন।

নাহিদা

×