ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নবীজি যেসব খাবার পছন্দ করতেন না

প্রকাশিত: ১১:০৩, ২৪ ডিসেম্বর ২০২৪

নবীজি যেসব খাবার পছন্দ করতেন না

মহানবী হজরত মুহাম্মদ (সা.) যেসব খাবার পছন্দ করতেন না, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর সব অভ্যাস ও আচরণ আমাদের জন্য অনুসরণীয়। তাঁর জীবনযাপনের ধরন ছিল স্বাস্থ্যকর। যেসব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বা অন্যের জন্য কষ্টকর হয় তা খাওয়া থেকে নবীজি (সা.) বিরত থাকতেন। উম্মতকেও এসব খাবার খেতে নিষেধ করেছেন।

খাবার গ্রহণে রাসুলুল্লাহ (সা.) এর চমৎকার নীতি ছিল। আধুনিককালে স্বাস্থ্যবিজ্ঞান সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে। শরীর, পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর এমন কোনো খাবারই গ্রহণ করতেন না নবী (সা.)। রাসুল (সা.) যদি কোনো খাবার অপছন্দ করতেন, কিংবা আগ্রহ না পেতেন, তাহলে জোর করে আহার করতেন না। সুস্থ থাকার জন্য এটি বড় একটি মূলনীতি।

রাসুলুল্লাহ (সা.) খাবার গ্রহনে অনেক সংযমী ছিলেন। তিনি স্বাস্থ্যকর খাবার পছন্দ করতেন আর স্বাস্থ্যর জন্য ক্ষতিকর খাবার খেতেন না যেমন, অতিরিক্ত গরম খাবার, যে খাবার থেকে ধোঁয়া বের হয়। তা ঠান্ডা হলে খেতেন। 

তিনি বলতেন, গরম খাবার বরকতহীন। নিশ্চয় আল্লাহ তায়ালা আমাদের আগুন খাওয়াননি। 

(কাঁচা) রসুন, পেঁয়াজ খেয়ে কেউ যেন আমাদের মসজিদের নিকটবর্তীও না হয়। কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। (বুখারি ও মুসলিম) তবে রান্না করা পেঁয়াজ, রসুন খেতে মানা নেই। কিন্তু এটা খেয়াল রাখতে হবে পেঁয়াজ খেয়ে সঙ্গে সঙ্গে নামাজে দাড়াতে মানা করেছেন। 

 

রাজু

×