ছবি: সংগৃহীত
জান্নাত লাভ প্রতিটি মুমিনের জীবনের একান্ত বাসনা। জান্নাতে রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গী হওয়া পরম সৌভাগ্যের বিষয়। কিছু আমল রয়েছে, যেগুলোর মাধ্যমে জান্নাতে নবীজির সঙ্গ পাওয়া সম্ভব।
রাসূল (সা.)-এর আনুগত্য
মহানবী (সা.)-এর আনুগত্য জান্নাতে তাঁর সঙ্গী হওয়ার অন্যতম পথ। আল্লাহ তাআলা বলেন, ‘যে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে, তারা তাদের সঙ্গে থাকবে, যাদের আল্লাহ নিয়ামত দান করেছেন।’ (সুরা নিসা, আয়াত : ৬৯)
নবীজির (সা.) প্রতি ভালোবাসা
যারা পার্থিব জীবনে নবীজিকে (সা.) ভালোবাসবে, তারা পরকালে তাঁর সঙ্গী হবে। হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি নবীজিকে (সা.) জিজ্ঞাসা করেন, ‘কিয়ামত কখন হবে?’ উত্তরে নবীজি (সা.) তাঁকে বলেন, ‘তুমি যাঁদের ভালোবাসো, তাঁদের সঙ্গেই থাকবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৬৮৮)
বেশি বেশি নামাজ আদায়
নবীজির (সা.) সঙ্গ পেতে বেশি সিজদা ও নামাজ আদায়ের গুরুত্ব রয়েছে। রাবিআ বিন কাব (রা.) বলেন, নবীজি (সা.) তাঁকে বলেন, ‘বেশি সিজদা দ্বারা এ কামনা পূরণে আমাকে সাহায্য করো।’ (সুনানে নাসায়ি, হাদিস : ১১৩৮)
বেশি বেশি দরুদ পাঠ
রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার ওপর বেশি দরুদ পাঠ করেছে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৪৮৪)
উত্তম চরিত্র
নবীজি (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে যার চরিত্র উত্তম, সে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং কিয়ামতের দিন সে আমার কাছেই থাকবে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২০১৮)
কন্যাশিশুর প্রতিপালন
নবীজি (সা.) বলেছেন, ‘যার দুজন কন্যা বা বোন রয়েছে এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করে, আমি ও সে জান্নাতে এভাবে থাকব।’ (মুসনাদে আহমদ, হাদিস : ১২৫৯৩)
এম.কে.