ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাত পা বা বুকের পশম কাটা যাবে কি?

প্রকাশিত: ১১:২১, ২২ ডিসেম্বর ২০২৪

হাত পা বা বুকের পশম কাটা যাবে কি?

হাত পা বা বুকের পশম কাটা যাবে কি? এমন প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, 
ইসলামি শরিয়ত অনুযায়ী শরীরের লোম তিন শ্রেণিতে বিভক্ত করা যায়।নিষিদ্ধ লোম,কাটার নির্দেশিত লোম,অনির্দিষ্ট লোম।

 

নিষিদ্ধ লোম: কিছু লোম কাটা বা তুলে ফেলা ইসলামে নিষিদ্ধ। যেমন, ভ্রু চেঁছে ফেলা।মহিলাদের চুল চেঁছে ফেলা।

কাটার নির্দেশিত লোম: কিছু লোম নিয়মিত খাটো করা বা তুলে ফেলার নির্দেশ রয়েছে। যেমন, বগলের লোম ও নাভির নিচের লোম পরিষ্কার করা এবং গোঁফ খাটো করা। এগুলা কাটাই হলো সুন্নাহ।

অনির্দিষ্ট লোম: কিছু লোমের বিষয়ে শরিয়তে কোনো নির্দিষ্ট বিধি-নিষেধ নেই। এগুলো চাইলে রাখা যায় বা তুলে ফেলা যায়। যদি কোন মানুষ বিরক্তির কারন মনে করে সে ক্ষেত্রে ছোট করা বা পরিষ্কার করে ফেলতে পারে।

রাসেল

×