ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাজার গাছ সম্পর্কে ইসলাম যা বলে

প্রকাশিত: ২২:৪৪, ২১ ডিসেম্বর ২০২৪

গাজার গাছ সম্পর্কে ইসলাম যা বলে

ছবি: সংগৃহীত

বিনোদনের জন্য গাঁজা খাওয়া হারাম। এটি ইসলামে 'খামার' (নেশাজাত দ্রব্য বা মদ) এর অন্তর্ভুক্ত।

কেননা এটি খেলে মাতলামি আসে, পাগলামি আসে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়।  তুচ্ছ বিষয়ে প্রচন্ড রেগে যাওয়ার মতো ঘটনা ঘটে।

এখন আপনি বলতে পারেন যারা অনেকদিন ধরে খায় তাদের তো কিছু হয় না। উত্তর হচ্ছে হবে, হতে বাধ্য। কেননা সে যেই পরিমাণ প্রতিনিয়ত সেবন করে, তার বেশি সেবন করলেই সে টাল হতে বাধ্য। তাছাড়া আল্লহর বার্তাবাহক তথা রাসূল সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লাম  বলে গিয়েছেন, ‘যার বেশি পরিমাণ গ্রহণে নেশার সৃষ্টি হয় তার অল্প পরিমাণ গ্রহণও হারাম’

তাই একই সমাধান গুল,সাদাপাতা, জর্দার ক্ষেত্রেও, কেননা এটি গ্রহণেও প্রথম দিকে মাথা ঘুরায়, হালকা মাতাল মাতাল লা

শিহাব

×