সংগৃহীত
বর্তমান সময়ে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যমগুলোর মধ্যে সিনেমা কিংবা নাটক দেখার প্রবণতা বেড়েছে। ব্যক্তিজীবন কিংবা সমাজজীবনের প্রতিচ্ছবি দর্শক-শ্রোতা এসব মাধ্যম থেকে সহজেই অবলোকন করতে পারি। বিশেষত আবদ্ধ শহুরে জীবনে বিনোদনের মাধ্যম হিসেবে এসব অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু, ইসলাম ধর্ম সিনেমা-নাটকের ব্যাপারে কী বলে?
এসব দেখলে কি সবচেয়ে বড় এবাদত নামাজ কবুল হবে?
ইসলামিক স্কলারগণের ভাষ্য, ইসলামে প্রতিটি ইবাদতের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। নাটক-সিনেমা দেখলে ইসলামী ধর্মীয় দৃষ্টিকোন থেকে গুনাহ হবে এটা সত্য। তবে, তার প্রভাবে নামাজ হবে না এমনটি নয়। নামাজ কবুল হওয়া না হওয়া নির্ভর করে আল্লাহ তায়ালার উপর।
তবে, সামগ্রিকভাবে বুঝা যায় কারও নামাজ যদি পরিপূর্ণ হতো, কবুল হওয়ার মতো অবস্থা থাকতো তাহলে তার দ্বারা অন্যায় কাজগুলো হতোনা। নামাজের পজিটিভ প্রভাব কারও উপর না থাকলেই কেবল তিনি নামাজও পড়বেন পাশাপাশি অন্যায়-পাপাচারে লিপ্ত থাকবেন।
শিহাব