
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে-বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানিয়েছেন। একই সঙ্গে তিনি মহান মে দিবসের ইতিহাস, তাৎপর্য এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য জোরালো আহ্বান জানান।
বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, “১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাসে অনন্য। তাদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।”
তিনি আরও বলেন, “এই দিবস আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের প্রতীক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্রমিক সংগঠনগুলো মিছিল-সমাবেশের মাধ্যমে দিবসটি পালন করে থাকে।”
তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে ‘একজন গর্বিত শ্রমিক’ হিসেবে উল্লেখ করে বলেন, “তিনি শ্রমিকদের উন্নয়নকে রাষ্ট্রীয় অগ্রগতির ভিত্তি হিসেবে দেখতেন। তার সময়েই শ্রম আইন সংস্কার, মজুরি কমিশন গঠন, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়।”
বর্তমান সময়ের প্রসঙ্গে তিনি বলেন, “দুঃশাসনের সময় শ্রমিক শ্রেণি সবচেয়ে নিপীড়িত ছিল। গত বছর ছাত্রদের সঙ্গে শ্রমিকদের আত্মদানের মাধ্যমে আওয়ামী ‘ফ্যাসীবাদ’ পতনের মুখে পড়ে।”
তিনি আরও অভিযোগ করেন, “যদিও বর্তমান পরিস্থিতিতে শ্রমিক অধিকার আদায়ের কোনো আইনগত বাধা নেই, তবু শ্রমিকরা এখনো অবহেলিত ও অধিকারবঞ্চিত। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির চাপে তাদের জীবন এখনো কষ্টময়।”
আন্তর্জাতিক শ্রমজীবী মানুষের শোষণমুক্তি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মে দিবসে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে হলে দেশে উৎকৃষ্ট গণতন্ত্রের ভিত্তি তৈরি করতে হবে। আগামীতেও বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাবে।”
আশিক