ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আপনারা যারা আওয়ামীপান্তি করতেন বা এখনো যাদের মধ্যে আওয়ামীপনা আছে, তারা এই কাজটা আর করতে পারবেন না: ফাহাম আবদুস সালাম

প্রকাশিত: ১২:৩৭, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৩৮, ৩০ এপ্রিল ২০২৫

আপনারা যারা আওয়ামীপান্তি করতেন বা এখনো যাদের মধ্যে আওয়ামীপনা আছে, তারা এই কাজটা আর করতে পারবেন না: ফাহাম আবদুস সালাম

ছবি : সংগৃহীত

বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম তার ফেসবুক টাইমলাইনে "নতুন বন্দোবস্ত" নিয়ে একটি চিন্তাশীল ও আলোচনা-উদ্দীপক পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, দেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যা বোঝা সবচেয়ে বেশি জরুরি সেই শ্রেণিই তা বুঝতে পারছে না।

 

 

ফাহামের ভাষ্য অনুযায়ী, "নতুন বন্দোবস্ত" অর্থ - আওয়ামী লীগকে বাদ দিয়েই একটি গণতান্ত্রিক কাঠামো কল্পনা ও নির্মাণ করা। তিনি সরাসরি বলেন, “আপনারা যারা আওয়ামীপন্থী ছিলেন বা এখনো সেই মানসিকতা বহন করেন, তারা এই পরিবর্তিত বাস্তবতায় আওয়ামী লীগকে আর ডিফেন্ড করতে পারবেন না।”

তিনি জানান, আওয়ামী লীগকে এখন ‘খুনী ফ্যাসিস্ট শক্তি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাকে কোনোভাবেই সমর্থনযোগ্য হিসেবে দেখা যাবে না। তবে তিনি এটিও বলেন যে, বর্তমান সরকার, বিএনপি, জামায়াত বা অন্যান্য দলগুলোর সমালোচনা করা যাবে এবং উচিতও হবে।

 

 

পোস্টে ফাহাম একটি মনস্তাত্ত্বিক রূপকের আশ্রয় নেন, যেখানে তিনি প্রথম ও দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ টেনে বলেন, “যারা প্রথম বিয়ে ভেঙে দ্বিতীয় বিয়ে করে, তারা অধিকাংশ ক্ষেত্রে পরিবর্তিত ও পরিণত হয়। ঠিক তেমনভাবেই আমাদের জাতীয় মানসিকতা থেকেও 'আওয়ামীপনা' বাদ দিয়ে একটি পরিণত রাজনীতির দিকে যাওয়া উচিত।”

তিনি বলেন, এই রূপান্তর একটি দীর্ঘ প্রক্রিয়া, যা সম্পূর্ণ হতে ১০ থেকে ২০ বছর সময় লাগবে। তবে এটি শুরু হয়েছে এবং তা নির্ভর করছে জনগণের মানসিক পরিবর্তনের ওপর।

 

 

সবশেষে তিনি সতর্ক করে দেন, “দ্বিতীয় দাম্পত্য যেমন কখনো সহযাত্রী নয়, বরং যেন জেলখানার মতো একসাথে থাকার দায়িত্ববোধ—তেমনভাবেই নতুন রাজনৈতিক বাস্তবতায় আপনাকেও হতে হবে বাস্তববাদী ও দায়িত্বশীল।”

আঁখি

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার