
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, কেউ যদি অপকর্মে লিপ্ত হন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, "অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে।"
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায়-অপকর্মে জড়িয়ে না পড়েন। এতে জনগণ বিরক্ত হয়, ভালোবাসা হারিয়ে যায়। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে জেলার নেতাদের উচিত তাদের কঠোরভাবে দমন করা বা প্রয়োজনে পুলিশের হাতে তুলে দেওয়া।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “অনেকে ভয় পান, স্বৈরাচার শেখ হাসিনা আবার ফিরে আসবে। অথচ তিনি ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। পালানোর কথা ছিল না, তবু পালিয়েছেন। কারণ তিনি জনগণের ওপর এমন নির্যাতন করেছেন যে তাকে পালাতে বাধ্য হতে হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা একটি দানব-ডাইনির হাত থেকে মুক্তি পেয়েছি। আওয়ামী লীগ এমন কোনো অন্যায় নেই যা করেনি। দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে হয়রানি করেছে মামলা-হামলা দিয়ে। এমন ফ্যাসিবাদী নেত্রী আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জনগণই তাকে প্রতিহত করবে।”
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.কে.