ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

১১ বছর ধরে ভাত না খাওয়া নিজামের খোঁজখবর নিতে তারেক রহমানের নির্দেশ

প্রকাশিত: ০২:৩৭, ৩০ এপ্রিল ২০২৫

১১ বছর ধরে ভাত না খাওয়া নিজামের খোঁজখবর নিতে তারেক রহমানের নির্দেশ

ছবি: সংগৃহীত

বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার দৃঢ় পণ নিয়ে টানা ১১ বছর ধরে চালভিত্তিক খাবার এড়িয়ে চলা ঝিনাইদহের নিজাম উদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাবার কর্মসূচি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পণ্ড করে দেয় বলে দাবি করেন নিজাম উদ্দিন। ওই ঘটনার প্রতিবাদে তিনি প্রতিজ্ঞা করেন—বিএনপি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত তিনি আর কখনো ভাত খাবেন না।

এই অঙ্গীকারে অটল থেকে দীর্ঘদিন চালভিত্তিক খাদ্য পরিহার করায় বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নিজাম উদ্দিন। তিনি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা সন্দেহ করছেন, তার শরীরে ক্যান্সারের লক্ষণ থাকতে পারে। ইতিমধ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট হাতে পেতে আরও সাত দিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার অসুস্থতার খবর পাওয়ার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন প্রতিনিধি দলকে পাঠিয়ে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজখবর নিতে নির্দেশ দেন। দলের মিডিয়া সেল জানায়, আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুর মেডিকেলে যাবেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের প্রতি নিজাম উদ্দিনের এই দীর্ঘ ত্যাগ অনুকরণীয়। একজন ত্যাগী কর্মী হিসেবে তার প্রতি সম্মান জানিয়ে তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এসএফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার