
ছবি: সংগৃহীত
দেশ ও দেশের মানুষকে সত্যিকারের ভালোবাসলে কেউ পালিয়ে যেতে পারে না— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত নেতারা তা বাস্তবে প্রমাণ করেছেন। ফাঁসির রায় শোনার পরও তারা ছিলেন প্রশান্ত, ফ্যাসিবাদী সরকারের দমন-নিপীড়নের মুখেও তারা অটল ছিলেন।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘মাওলানা আব্দুস সুবহান রহ.: তৃণমূল থেকে শীর্ষে’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বইটির লেখক আলী আহমাদ মাবরুর ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেনসহ আরও অনেকে।
ডা. শফিকুর রহমান বলেন, “একটা মানবিক বাংলাদেশ গড়তে হলে দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। মাওলানা আব্দুস সুবহানের জীবন ছিল সে ধরনের নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ। দল-মত নির্বিশেষে তার ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করত।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ভাবে কারাবন্দি থাকা অবস্থায়ও মাওলানা আব্দুস সুবহান ভেঙে পড়েননি। বরং কারাগারে থেকেই তিনি অন্য বন্দিদের খোঁজখবর রাখতেন, সাহায্য করতেন। প্রকৃত নেতার মতো তিনি মানুষের দুঃখ-কষ্ট বুঝতেন। এমন নেতৃত্ব আজ বিরল হয়ে গেছে।”
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “আব্দুস সুবহানকে রাজনৈতিকভাবে হেয় করতেই তাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, সেই আওয়ামী লীগই আজ অপমানিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।”
এম.কে.