ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দেশ ও দেশের মানুষকে ভালোবাসলে কেউ পালাতে পারে না: জামায়াত আমির

প্রকাশিত: ০২:২৯, ৩০ এপ্রিল ২০২৫

দেশ ও দেশের মানুষকে ভালোবাসলে কেউ পালাতে পারে না: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

দেশ ও দেশের মানুষকে সত্যিকারের ভালোবাসলে কেউ পালিয়ে যেতে পারে না— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত নেতারা তা বাস্তবে প্রমাণ করেছেন। ফাঁসির রায় শোনার পরও তারা ছিলেন প্রশান্ত, ফ্যাসিবাদী সরকারের দমন-নিপীড়নের মুখেও তারা অটল ছিলেন।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘মাওলানা আব্দুস সুবহান রহ.: তৃণমূল থেকে শীর্ষে’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বইটির লেখক আলী আহমাদ মাবরুর ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেনসহ আরও অনেকে।

ডা. শফিকুর রহমান বলেন, “একটা মানবিক বাংলাদেশ গড়তে হলে দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। মাওলানা আব্দুস সুবহানের জীবন ছিল সে ধরনের নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ। দল-মত নির্বিশেষে তার ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করত।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ভাবে কারাবন্দি থাকা অবস্থায়ও মাওলানা আব্দুস সুবহান ভেঙে পড়েননি। বরং কারাগারে থেকেই তিনি অন্য বন্দিদের খোঁজখবর রাখতেন, সাহায্য করতেন। প্রকৃত নেতার মতো তিনি মানুষের দুঃখ-কষ্ট বুঝতেন। এমন নেতৃত্ব আজ বিরল হয়ে গেছে।”

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “আব্দুস সুবহানকে রাজনৈতিকভাবে হেয় করতেই তাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, সেই আওয়ামী লীগই আজ অপমানিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।”

এম.কে.

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার