ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না: নুর

‌নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ২১:৪৫, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪৬, ২৯ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না: নুর

ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ‌তি‌নি ব‌লেন, আমরা আলাপ আ‌লোচনায় যখন ব‌সে‌ছি, তখন দা‌বি তু‌লে‌ছি, ফ‌্যা‌সিবাদ শেখ হা‌সিনার গণহত‌্যাকারী ও সন্ত্রাসী দল আওয়ামী লীগ ও অংগসংগঠনগু‌লো নি‌ষিদ্ধ কর‌তে হ‌বে। ছাত্রলীগ নি‌ষিদ্ধ হ‌য়ে‌ছে, আওয়ামী লীগ ও যুবলীগও নি‌ষিদ্ধ হ‌বে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ‌্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চেয়ারম্যান বাজার এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে বলেন, এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোন বিরোধী দল নাই। আমরা কেউ সরকার বিরোধী না। সকলে মিলেমিশেই আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে কাজ করছি।

তিনি আরও বলেন, স্বৈরশাসক হাসিনা ও তাঁর পরিবার এবং এমপি মন্ত্রীরা মিলে উন্নয়নের মূলা ঝুলিয়ে এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে সাধারন নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে বিদেশে রাজকীয় জীবনযাপন করছে। সুতরাং এদেশের মানুষ তাদের চিনে ফেলেছে, তাই আর তাদেরকে বোকা বানানো যাবে না। দেশের মানুষ আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ কে ভোট দিবে। তাই আমরা তিনশ` আসনে প্রার্থী দিব। শরীয়তপুর ২ আসন নড়িয়া - সখিপুরে এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝিকে পরিচয় করিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অ‌্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি, শরীয়তপুর জেলার সাবেক সদস্য সচিব শাহজালাল সাজু ও অন্যান্যরা।

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার