ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

অপকর্ম বন্ধ করুন, না হলে আ. লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে

প্রকাশিত: ২০:৩০, ২৯ এপ্রিল ২০২৫

অপকর্ম বন্ধ করুন, না হলে আ. লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, অপকর্ম বন্ধ না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের উচিত আওয়ামী লীগের মতো অন্যায় না করা। তিনি বলেন, “যদি কেউ অন্যায় করেন, তাহলে জেলা নেতারা তাদের শক্ত হাতে দমন করবেন অথবা পুলিশের কাছে তুলে দেবেন।” তিনি আরও বলেন, “অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।”

জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “অনেকে মনে করেন স্বৈরাচার শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে। তিনি ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন? কারণ তিনি একজন ডাইনি ছিলেন। জনগণের ওপর এমন নির্যাতন করেছেন, যে তিনি পালাতে বাধ্য হয়েছেন।”

আওয়ামী লীগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা মনস্টার (দানব) ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি। তারা (আওয়ামী লীগ) এমন কোনো খারাপ কাজ নেই যা করেনি। দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষকে হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে, আমাদের নিতে হবে না। কারণ সাধারণ জনগণের ওপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা। এই অত্যাচারীকে মানুষ কখনও গ্রহণ করবে না।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিহাব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার