
ছবি : সংগৃহীত
দেশপ্রেম থাকলে কেউ দেশ ছেড়ে পালাতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “ব্যক্তিগত স্বার্থকে বড় করে না দেখে দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেন, “স্বৈরাচারের দোসরদের মতো জামায়াতের নেতাকর্মীরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না। জামায়াত নেতারা যদি রাজাকার হতো, তাহলে পাকিস্তানে তাদের গাড়ি-বাড়ি থাকতো। কিন্তু তারা এ দেশের মানুষকে ভালোবাসে, এ দেশেই থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশ ও মানুষকে যারা সত্যিকার অর্থে ভালোবাসে, তারা কখনোই তাদের ছেড়ে পালিয়ে যেতে পারে না। আমরা চাই একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠুক। জাতীয় স্বার্থে আমাদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
আঁখি