ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

‘আবার ছাত্রলীগ করবো’, সারজিস আলমের কথিত মন্তব্যের ভিডিওটি নিয়ে যা জানালো রিউমর স্ক্যানার

প্রকাশিত: ০৪:০৪, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৫:০৮, ২৯ এপ্রিল ২০২৫

‘আবার ছাত্রলীগ করবো’, সারজিস আলমের কথিত মন্তব্যের ভিডিওটি নিয়ে যা জানালো রিউমর স্ক্যানার

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাঁচতে হলে আমাকে দল বদল করতে হবে’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে তাকে ‘আমি জানতে পারলাম শেখ হাসিনা আবার ফিরে আসবে। আমি আবার ছাত্রলীগ করবো। আমি ছাত্রলীগের সকল ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে শোনা যায়।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সম্পাদিত এবং মিথ্যা তথ্যসমৃদ্ধ। রিউমর স্ক্যানার জানায়, সারজিস আলম আসলে এমন কোনো মন্তব্য করেননি। বরং বেররকারি গণমাধ্যম ‘চ্যানেল২৪’ এর টকশো অনুষ্ঠান ‘মুক্তমঞ্চ’ এ একটি আলোচনায় তার বক্তব্যের ফুটেজ সংগ্রহ করে প্রযুক্তির সাহায্যে ভিন্ন অডিও যোগ করে এই বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, গত ১৫ মার্চ চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে আপলোড করা ‘জাতীয় নাগরিক পার্টির হালচাল | মুক্তমঞ্চ | Muktomoncho | 15 March 2025 | Channel 24’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওতে আলোচিত ফুটেজটি খুঁজে পাওয়া যায়, যার সাথে প্রযুক্তির সাহায্যে ভিন্ন অডিও যোগ করে প্রচার করা হচ্ছে।

চ্যানেল২৪ এর ওই আলোচনায় ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা এবং এর পেছনের কারণ ও জনআকাঙ্ক্ষার বিষয়টি এনসিপি নেতা সারজিস আলমের বক্তব্যে উঠে আসে। এটিকে পতিত শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করেন তিনি।

এনসিপি নেতা সারজিস আলমের নিষিদ্ধ ছাত্রলীগের সাথে পূর্বে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং বর্তমান রাজনৈতিক আদর্শের পার্থক্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ছাত্রদল, ছাত্রলীগ ও অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে পূর্ববর্তী এবং বর্তমান সম্পর্ক নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়।

এছাড়া, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদল ও অন্যান্য ছাত্র সংগঠনের সাথে এনসিপির সম্পর্ক, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একসাথে অংশগ্রহণের প্রেক্ষাপট এবং বর্তমানে তাদের মধ্যেকার সম্পর্ক ও সম্ভাব্য বিভেদ নিয়েও আলোচনা করা হয়।

কিন্তু পুরো আলোচনায় সারজিস আলমকে ‘আবার ছাত্রলীগ করবো’ কিংবা ‘বাঁচতে হলে আমাকে দল বদল করতে হবে’ এ সংক্রান্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি। সুতরাং, এটি স্পষ্ট যে, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া, এর সাথে যুক্ত অডিওটি কৃত্রিমভাবে প্রযুক্তির সাহায্যে সম্পাদিত, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

 

সূত্র; রিউমর স্ক্যানার

রাকিব

×