ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা

তরুণদের ঐক্যবদ্ধ করতে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:০০, ২৯ এপ্রিল ২০২৫

তরুণদের ঐক্যবদ্ধ করতে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি

তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের  ভোটের দাবিতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে সারাদেশের সব বিভাগীয় সদরে সেমিনার ও তারুণ্যের সমাবেশ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। ৯ মে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে চট্টগ্রাম বিভাগ দিয়ে শুরু হবে এই সেমিনার ও তারুণ্যের সমাবেশ। সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪ ভাগে ভাগ করে ৮ দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হবে। প্রতিটি বিভাগে প্রথম দিন একটি সেমিনার ও পরের দিন যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। সেমিনারের বিষয় হবে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ।’

এই সেমিনারে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে, গণতন্ত্রকামী সমাজের নানা শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, উদীয়মান চিন্তাবিদ, তরুণ বক্তা ও উদ্যোক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, নগরায়ণ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার এবং তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ নির্মাণ।
যুবদল সভাপতি বলেন, তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি সম্পর্কে তিনি বলন, এই প্ল্যাটফর্ম হবে একটি উন্মুক্ত ও যুক্তিনির্ভর সংলাপের ক্ষেত্র, যেখানে মতবিনিময় হবে গঠনমূলক, পর্যালোচনামূলক এবং ভবিষ্যৎমুখী।  
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৯ মে চট্টগ্রাম বিভাগ ও প্রস্তাবিত কুমিল্লা বিভাগে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ বিষয়ক সেমিনার। এই দুই বিভাগে পরদিন ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ। 
১৬ মে খুলনা ও বরিশাল বিভাগে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ বিষয়ক সেমিনার। পরদিন ১৭ মে এই দুই বিভাগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ। ২৩ মে রাজশাহী ও রংপুর বিভাগে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ বিষয়ক সেমিনার। পরদিন ২৪ মে এই দুই বিভাগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।
২৭ মে ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগ ও প্রস্তাবিত ফরিদপুর বিভাগে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ বিষয়ক সেমিনার। পরদিন ২৮ মে এই চার বিভাগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে।

×