
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলাকালীন দর্শক-শ্রোতারা ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দিয়েছেন। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
রিউমর স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি আসল নয়, এটি সম্পাদিত। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে আয়োজিত স্মরণ সভায় মির্জা ফখরুলের বক্তব্য প্রদানের ভিডিও ক্লিপের সাথে ডিজিটালভাবে ‘বিএনপি চাঁদাবাজ’ স্লোগানের অডিও যোগ করে ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের অংশ হিসেবে, রিউমর স্ক্যানার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে গত ২০ এপ্রিল প্রচারিত ‘আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল | 20 April 2025’ শিরোনামের একটি ভিডিও বিশ্লেষণ করে। দেখা যায়, ওই প্রোগ্রামের সরাসরি সম্প্রচারে ৫৬ মিনিট ১৩ সেকেন্ড থেকে বক্তব্যের শেষ পর্যন্ত মির্জা ফখরুল বক্তব্য রাখেন এবং কোনো পর্যায়ে ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দেওয়ার ঘটনা দেখা যায়নি।
এছাড়া, অনুষ্ঠানের স্থান ও সময় সম্পর্কে জানা গেছে, ২০ এপ্রিল রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে 'কি-ওয়ার্ড সার্চ' করে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা অন্য কোনো উৎস থেকেও মির্জা ফখরুলের বক্তব্য চলাকালে ‘বিএনপি চাঁদাবাজ’ স্লোগান দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং এটি প্রমাণিত যে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির অডিও কৃত্রিমভাবে সম্পাদিত এবং বিভ্রান্তিমূলক।
সূত্র: রিউমর স্ক্যানার
রাকিব