
রাজধানীর গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে রবিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সাথে ঢাকায় সফররত চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চায়না কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়া অঞ্চলের ডিরেক্টর জেনারেল পেং জিউবিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।
জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের আমীর যথাক্রমে নূরুল ইসলাম বুলবুল ও সেলিম উদ্দিন।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে ব্রিফ করেন ডা. তাহের। তিনি বলেন, পার্টি টু পার্টি পর্যায়ে এ বৈঠকে বাংলাদেশ ও চায়নার মধ্যকার সম্পর্কোন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। জামায়াত প্রতিনিধি দল চায়নার প্রতিনিধি দলকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায়। বিশেষভাবে তিস্তা ব্যারাজ উন্নয়ন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং গভীর সমুদ্রবন্দরে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
রোহিঙ্গা সমস্যা সমাধানে জামায়াতের পক্ষ থেকে আরাকান অঞ্চলে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবও উত্থাপন করা হয়। চায়না প্রতিনিধি দল এ বিষয়ে তাদের সরকারের সাথে আলোচনা করার আশ্বাস দিয়েছে বলে জানান ডা. তাহের।
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে ডা. তাহের বলেন, চায়না প্রতিনিধি দল নির্বাচন নিয়ে প্রশ্ন করলেও তারা স্পষ্ট করেছে যে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে তারা বিশ্বাস করে না।
বৈঠকে চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করা হয় এবং জামায়াতের পক্ষ থেকেও চায়না প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।
এসএফ