
মেহেদী মাসুদ চৌধুরী
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে চৌগাছার ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি অস্ত্রের মহড়া দিয়ে উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের চেষ্টা করেন।
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, মেহেদী মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি। ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট যশোর জেলা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
সায়মা ইসলাম