ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

নয় মাস হয়ে গেলো তিনি দেশে ফেরেননি, নির্বাচনের সময় তিনি দেশে ফিরবেন না?

প্রকাশিত: ১০:৪৮, ২৮ এপ্রিল ২০২৫

নয় মাস হয়ে গেলো তিনি দেশে ফেরেননি, নির্বাচনের সময় তিনি দেশে ফিরবেন না?

ছবি: সংগৃহীত

বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল টুয়েন্টি ফোরের টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, “যে দলের নেতা কর্মীদের সামনে আসেন না, সেই দল বেশিদূর এগোতে পারে না। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, কবে তারেক রহমান দেশে ফিরবেন। নয় মাস হয়ে গেলো, কিন্তু তিনি দেশে ফেরেননি।”

তিনি আরো বলেন, “বর্তমানে তারেক রহমানের দেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে যদি তিনি দেশকে নিরাপদ মনে না করেন, তবে আর কবে করবেন? নির্বাচনের সময় কি তিনি দেশে ফিরবেন না? সে সময় প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। তখন তার আগমন কিভাবে হবে?”

মাসুদ কামাল আরও মন্তব্য করেন, “চাঁদাবাজির ঘটনা এখন খুব সহজে রেকর্ড করা যায়। তারেক রহমান এ বিষয়ে কিছু করেছেন? তিনি চাইলে বলতে পারতেন, 'আমাকে তোমরা মেইল করে পাঠাও।' এতে চাঁদাবাজদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারতো।”

শেষে, তিনি জানান, “বর্তমানে বিএনপির মধ্যে ১০-১২টি গ্রুপ রয়েছে, যাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তারা জানে, এই ভাই আমাকে বাঁচাবে, অমুক ভাই আমাকে বাঁচাবে।”

মাসুদ কামালের এই বক্তব্যে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন এবং তারেক রহমানের অনুপস্থিতির কারণে দলের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
 

সূত্র: https://www.youtube.com/watch?v=sW1Dp8m0fak

আবীর

আরো পড়ুন  

×