
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার দল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর নিজ বাড়ির সামনে নির্মিত নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে।
আবু ছাইদ শিকদার সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর ভাগনে এবং দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছাইদ শিকদার তাঁর বাড়ির সামনের পুকুরপাড়ে কয়েক বছর আগে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে তৈরি করেছিলেন একটি দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি। সেই প্রতিকৃতি আজ সকালে তাঁর উপস্থিতিতে ভেঙে ফেলা হয়। এ সময় তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন।
ঘটনার পর আবু ছাইদ শিকদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ১ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“যার দল করি (শেখ হাসিনা), সেই গেছে পালাইয়া। আদর্শচ্যুত হইছে, সে পালায় গেছে। ওই দল আর করতে রাজি না। সে আসলেও (শেখ হাসিনা) করব না। এই জন্য ভাইঙ্গা ফেলাইছি।*”
আঁখি