ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে নৌকার প্রতিকৃতি ভেঙে আ. লীগ ছাড়ার ঘোষণা ইউনিয়ন সভাপতির

প্রকাশিত: ০৪:২৪, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৪:২৭, ২৮ এপ্রিল ২০২৫

গোপালগঞ্জে নৌকার প্রতিকৃতি ভেঙে আ. লীগ ছাড়ার ঘোষণা ইউনিয়ন সভাপতির

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলের প্রতীক নৌকার প্রতিকৃতি ভেঙে পতিত আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার। তিনি প্রায় ৩০ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। জানা গেছে, আওয়ামী নেতা আবু সাঈদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে এই নৌকা ভাস্কর্যটি নির্মাণ করেন। রোববার (২৭ এপ্রিল) ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নির্মিত এই ভাস্কর্যটি ভেঙে ফেলেন আবু সাঈদ শিকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের অপর এক নেতা অভিযোগ করেন, আবু সাঈদ প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে চেয়ারম্যান হয়েছিলেন এবং পরে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। বর্তমানে আওয়ামী লীগের দুর্দিনে তার এমন সিদ্ধান্তে নেতা-কর্মীরা বিস্মিত।

এ বিষয়ে আবু সাঈদ শিকদার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়েছে তাই পালিয়েছে। ওই দল আর আমি করবো না। ভবিষ্যতেও আর আওয়ামী লীগে ফিরব না।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=VlQVL3fJaXI

রাকিব

আরো পড়ুন  

×