
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, "৫ই আগস্টের পরে কোনো কোনো দল চাঁদাবাজির মহাউৎসব শুরু করেছে।"
রাজধানীর পুরান ঢাকার ধোলাইপাড় এলাকায় চাঁদাবাজি বন্ধ, আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ধোলাইপাড় মোড় থেকে মিছিল শুরু হয়ে পোস্তগোলা, জুরাইন হয়ে বিক্রমপুর মার্কেটের সামনে এসে শেষ হয়। মশাল হাতে নেতাকর্মীদের অংশগ্রহণে ধোলাইপাড়ের অলিগলি প্রকম্পিত হয় স্লোগানে।
এনসিপি নেতা শিশির আরও বলেন, "আমরা চাঁদাবাজির জন্য এই দেশ স্বাধীন করি নাই। চাঁদাবাজির জন্য সাঈদ, ওয়াসিম, মুগ্ধ জীবন দেয়নি। এ রকম চাঁদাবাজি যদি চলতে থাকে, বর্তমান সরকারকে বলবো—এই চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া প্রমাণ করে আপনারা এই চাঁদাবাজদের সম্মতি দিচ্ছেন।"
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ করে শিশির বলেন, "আমি বড় একটি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি বাংলাদেশের প্রতিটি সমস্যা নিয়ে কথা বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে কথা বলেন, কিন্তু আপনার মুখ থেকে একবারও সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুনতে পাই না। আপনাকে সম্মান রেখে বলতে চাই—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে, বিএনপির পক্ষ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলুন।"
ইমরান