
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, "আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি, রাজপথ—সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনোভাবেই চাই না এই সরকার ফেল করুক।"
তিনি আরও বলেন, "নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন—সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরাও সংস্কারের পক্ষে। তবে এটাও বাস্তব যে, বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয়, তাহলে সেই সংস্কার খুব শক্তভাবে টিকে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনও বলছি—আমাদের সাথে একটি সনদ হতে পারে, একটি চুক্তি হতে পারে। বড় বড় রাজনৈতিক দলগুলো আপাতত যে সংস্কারগুলোতে একমত হয়েছে, সেগুলিকে শর্টকাট করে একটি সনদ তৈরি করা যেতে পারে, যেখানে সবাই সই করবে এবং তারপর এগিয়ে যাওয়া সম্ভব হবে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার যদি আগামী সরকার ছুঁড়ে ফেলে দেয়, তাহলে জনগণ সেই সরকারকে প্রত্যাখ্যান করবে।"
তিনি আরও বলেন, "জনকল্যাণমুখী সংস্কার থাকবে কি থাকবে না, সেটি অবশ্যই আগামী সরকার দেখবে। জনগণের সরকার হয়ে থাকলে সেটাকে মানুষ সম্মান জানাবে। কিন্তু সংস্কারের নাম করে যদি নির্বাচন পেছানো হয় এবং যখন একটি দায়িত্বশীল সরকার বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে—এই ধরনের অনিশ্চয়তা থেকে কোনো দিনও দেশকে ঠেলে দেওয়া যায় না। একটি নির্বাচনী রোডম্যাপ অবশ্যই কংক্রিট থাকতে হবে। আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি, রাজপথ—সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনোভাবেই চাই না এই সরকার ফেল করুক। আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক।"
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=561708286535722&rdid=zIGySDerrKZa5hkA
ইমরান