
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। শুধু রাজনীতিবিদরা চাইলেই এটি নির্মূল করা সম্ভব নয়। দুর্নীতি দমন করতে হলে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিকভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে ইস্কুলিংয়ের মাধ্যমে এমন মূল্যবোধ গড়ে তুলতে হবে যেন তারা সেবা গ্রহণের সময় ঘুষ বা দুর্নীতির সঙ্গে আপস না করে।
রবিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নুর এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতির সমস্যা শুধু রাজনীতিবিদদের হাতে নেই। অন্যান্য স্টেকহোল্ডারদেরও এগিয়ে আসতে হবে। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, শেখ হাসিনার আমলেও হাসপাতালের মর্গ থেকে শুরু করে সচিবালয়, এমনকি কবরস্থানে জায়গা পেতেও ঘুষ দিতে হয়। এটা তো দু-একজনের কাজ নয়, পুরো চেইন অব কমান্ড এবং নিয়মের স্বাভাবিক অংশ হয়ে দাঁড়িয়েছে।
নুর আরও বলেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল দুর্নীতিবিরোধী শক্ত অবস্থান দেখতে পাওয়া। কিন্তু বর্তমান সরকারের আট মাসে তেমন কোনো দুর্নীতিবাজকে গ্রেপ্তার বা তাদের সম্পদ জব্দ করার দৃশ্য দেখা যায়নি। তিনি আক্ষেপ করে বলেন, আমরা ভেবেছিলাম সরকার উপদেষ্টাদের সম্পদের হিসাব নেবে, সরকারি কর্মকর্তারাও সম্পদ বিবরণী জমা দেবেন। কিন্তু এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
তিনি দুর্নীতি বিস্তারের পেছনে আমলাতন্ত্রেরও বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন।
নুরের বক্তব্যে স্পষ্ট, দুর্নীতি দমনে শুধু আইনি পদক্ষেপ যথেষ্ট নয়; বরং শিক্ষা, সামাজিক নৈতিকতা এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিবর্তন আনাই জরুরি।
এসএফ