ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আ’লীগ একটি জঙ্গি সংগঠন, আ’লীগের ঠাঁই এই বাংলাদেশে হবে না: এনসিপি নেতা শিশির

প্রকাশিত: ০৩:১৬, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:১৭, ২৮ এপ্রিল ২০২৫

আ’লীগ একটি জঙ্গি সংগঠন, আ’লীগের ঠাঁই এই বাংলাদেশে হবে না: এনসিপি নেতা শিশির

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, "আমরা গণভোটের মাধ্যমে রায় দেবো—এই আওয়ামী লীগ দিল্লির দাসত্ব করে, এই আওয়ামী লীগ আরএসএসের দোসর, এই আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। এই আওয়ামী লীগের ঠাঁই এই বাংলাদেশে হবে না।"

রাজধানীর পুরান ঢাকার ধোলাইপাড় এলাকায় চাঁদাবাজি বন্ধ, আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ধোলাইপাড় মোড় থেকে মিছিল শুরু হয়ে পোস্তগোলা, জুরাইন হয়ে বিক্রমপুর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। মশাল হাতে নেতাকর্মীদের অংশগ্রহণে ধোলাইপাড়ের অলিগলি প্রকম্পিত হয় স্লোগানে।

এনসিপি নেতা শিশির আরও বলেন, "এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বিষয়, আমরা অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছি। রক্তের বিনিময়ে আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি, সেই রক্তের সরকারের কাছেও আজ আমাদের দাবি জানাতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে।"

সরকারের উদ্দেশে তিনি বলেন, "আমরা সরকারকে বলতে চাই, আপনারা অবিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এরপর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আদালতের রায়ের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। সর্বশেষ, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সাংবিধানিক পদ্ধতিতে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করুন।"

তিনি আরও বলেন, "আপনারা যদি এই তিনটি পদ্ধতিতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন, তাহলে অনতিবিলম্বে একটি গণভোটের আয়োজন করুন। আমরা গণভোটের মাধ্যমে রায় দেবো—এই আওয়ামী লীগ দিল্লির দাসত্ব করে, এই আওয়ামী লীগ আরএসএসের দোসর, এই আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন, এই আওয়ামী লীগের ঠাঁই এই বাংলাদেশে হবে না।"

শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "সরকারকে বলতে চাই, এই চারটি পদ্ধতির মাধ্যমেও যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন, তাহলে পুরো উপদেষ্টা পরিষদ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। যে সরকার শহীদের রক্তের মূল্য দিতে পারে না, সেই সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। যে সরকার শহীদের রক্তের মূল্য দিতে পারবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধে সক্ষম হবে, সেই সরকারকেই এদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়। ব্যর্থ সরকারকে এ দেশের জনগণ আর প্রশাসনের ক্ষমতায় দেখতে চায় না।"

ইমরান

আরো পড়ুন  

×