ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

জাতীয় নির্বাচন এখন সবচেয়ে জরুরি: সালাহউদ্দিন টুকু

প্রকাশিত: ০১:১৬, ২৮ এপ্রিল ২০২৫

জাতীয় নির্বাচন এখন সবচেয়ে জরুরি: সালাহউদ্দিন টুকু

বিএনপির নেতা সালাহউদ্দিন টুকু জানিয়েছেন, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে একটি জাতীয় নির্বাচন। তিনি বলেন, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কারণ নাগরিকরা তাদের ভোটাধিকার নিশ্চিত করে একটি রাজনৈতিক ও নির্বাচিত সরকার দেখতে চায়, যার পেছনে জনগণের ম্যান্ডেট থাকবে। টুকুর মতে, একটি নির্বাচিত সরকার যেকোনো অনির্বাচিত সরকারের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও বৈধতা অর্জন করে।

তিনি জানান, জনগণের এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি ইতিমধ্যে সরকারের প্রস্তাবিত সংস্কার প্রক্রিয়ার সঙ্গে কাজ করছে। দলের পক্ষ থেকে ২০ দফা কর্মসূচি উপস্থাপন করা হয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশীদার সকল দলের সাথে মিলে ৩১ দফা প্রস্তাব জাতির সামনে তুলে ধরা হয়েছে।

টুকু আরও বলেন, বিএনপির অবস্থান পরিষ্কার—আগামী জাতীয় নির্বাচনই হতে হবে দেশের প্রথম অগ্রাধিকার। তবে পরবর্তী পরিস্থিতি ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দলের নীতিনির্ধারণী কমিটি পরবর্তী করণীয় ঠিক করবে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯০ সালে গণআন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতনের পর মাত্র ৮৭ দিনের মধ্যে ২৭টি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছিল। সে তুলনায় বর্তমান সময়ও যথেষ্ট, যদি সদিচ্ছা থাকে।

তিনি আশা প্রকাশ করেন, জনগণের দাবি ও প্রত্যাশা পূরণে সরকার যথাযথ উদ্যোগ নেবে। বিএনপি তাদের রোডম্যাপ অনুযায়ী আগাম নির্বাচনের দাবি অব্যাহত রাখবে।

সূত্র ঃ https://www.facebook.com/share/v/165fpXN6Sx/

রাজু

×