ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

লন্ডন গিয়ে দেখা করতে হবে কেন, দেশে থাকতে দেখা করতে গেলেন না কেন?

প্রকাশিত: ০০:৪৭, ২৮ এপ্রিল ২০২৫

লন্ডন গিয়ে দেখা করতে হবে কেন, দেশে থাকতে দেখা করতে গেলেন না কেন?

ছবি: সংগৃহীত

লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জামায়াত আমিরের বৈঠক নিয়ে এখনো রহস্য কাটেনি। অনেকেই প্রশ্ন তুলছেন, 'কি কথা তাহার সাথে'? কারণ, বৈঠকের বিষয়ে কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানায়নি।

এই প্রেক্ষাপটে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেন, "লন্ডনে গিয়ে দেখা করতে হবে কেন? যখন তিনি (বেগম খালেদা জিয়া) বাংলাদেশে ছিলেন, তখন তো সেনাপ্রধান পর্যন্ত উনার বাসায় গিয়ে দেখা করেছেন। তাহলে উনারা (জামায়াত নেতা) তখন কেন যেতে পারলেন না? এটা তো সহজ ছিল, লাখ লাখ টাকা খরচ করে টিকিট কেটে লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন হতো না।"

তিনি আরও বলেন, "আপনি ভালো প্রশ্ন করেছেন। দেশের মানুষের পক্ষ থেকে এখনো পরিষ্কার করে বলা হচ্ছে না, আসলে কি কথা হয়েছে দুই দলের প্রধানের মধ্যে। তারা সৌজন্য সাক্ষাৎ করতেই গিয়েছিলেন হয়তো। তবে এটাকে ঘিরে একটু রংচং চড়ানো হয়েছে।"

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব বৈঠকের পেছনে বৃহত্তর রাজনৈতিক সমঝোতার ইঙ্গিতও থাকতে পারে, যার উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক কাঠামোতে ভিন্নমুখী প্রভাব বিস্তার।

ভিডিও দেখুন: https://youtu.be/Z7QpoEGuIrc?si=ystl2NHFhJNRsTmy

এম.কে.

×