
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তামজিদ হায়দার। আর সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে শিমুল কুম্ভকারকে। গত বৃহস্পতিবার সংগঠনটির ৪২তম জাতীয় সম্মেলন এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে সংগঠনটির অভ্যান্তরে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা সমালোচনা।
গত বছরের ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ চেক পয়েন্ট থেকে মাদকসহ আটক করা হয়েছিল তৎকালিন ঢাবি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি শিমুল কুম্ভকারসহ চারুকলা অনুষদের তিন শিক্ষার্থীকে।
সে সময় তাদের আটক করে প্রথমে নিউমার্কেট ও পরে শাহবাগ থানায় নেওয়া হয়। পরের দিন সকালে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
পরিচয় গোপন রাখার শর্তে নতুন কমিটিতে থাকা ছাত্র ইউনিয়নের এক নেতা জানান, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু অদৃশ্য কারণে এটা কীভাবে হয়েছে আমাদের জানা নাই। ছাত্র রাজনীতি যেখানে মাদক মুক্ত রাখার জন্য আমরা চেষ্টা করছি সেখানে এত পুরনো একটি ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মাদকসহ আটক হয়েছিলেন ঢাবিতে। বিষয়টি আমাদের জন্য বিব্রতকর।
সে সময় জানা যায়, ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা ছাড়া অন্য যান চলাচল সীমিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাত সাড়ে ১২টার দিকে তিনজন মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে রিকশা করে প্রবেশ করছিলেন। সেখানে দায়িত্বে থাকা প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সদস্য তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা বাকবিতণ্ডায় জড়ান। দায়িত্বে থাকা বিএনসিসির সদস্য ও স্বেচ্ছাসেবীদেরকে ‘সোহরাওয়ার্দী উদ্যান থেকে পোলাপান এনে শুইয়ে দিব’ বলে হুমকি দেন।
এ সময় তাদের তিনজনের আচরণ সন্দেহজনক হলে সেখানকার দায়িত্বরত পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে মাদকদ্রব্য পায়। পরে তাদের নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। এরপর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
সে সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বিএনসিসির ক্যাডেট আসিফ বলেন, যখন তাদের ব্যাগ থেকে পুলিশ মাদকদ্রব্য বের করে সেটি সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় সাদা কালারের বোতল ছিল।
এ বিষয়ে নিউমার্কেট ও শাহবাগ থানা পুলিশের বরাতে জানা যায় আটকদের সঙ্গে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি হান্টার বিয়ার পাওয়া গেছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, তিনজনকে মাদকদ্রব্যসহ থানায় নিয়ে আসা হয়, তাদের সকাল পর্যন্ত রাখা হয়েছিল। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও চারুকলা অনুষদের ডিন এসেছিলেন। প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে এই আশ্বাসে তাদের ডিন স্যারের কাছ ছেড়ে দেওয়া হয়।
সে সময়ে সাংবাদিকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ বলেন, আমাদের তিন শিক্ষার্থীকে আটক করে প্রথমে নিউমার্কেট থানায় এবং পরে শাহবাগ থানায় নেওয়া হয়েছিল। তারা আমাদের রানিং শিক্ষার্থী, এজন্য আমরা অভিভাবক হিসেবে থানায় গিয়ে কথা বলার পর তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। তারা তাদের ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে আর কখনো এরকম হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। আমরাও তাদের পর্যবেক্ষণে রাখছি এবং প্রত্যেকের বিভাগের চেয়ারম্যানকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে বলেছি।
গতকাল শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির কথা গণমাধ্যমে জানানো হয়। গত বৃহস্পতিবার সংগঠনটির ৪২তম জাতীয় সম্মেলন এ সিদ্ধান্ত হয়। সম্মেলনে রথীন্দ্রনাথ বাপ্পীকে সংগঠনটির নতুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সম্মেলনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত উদ্বোধনী ছাত্র সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে গতকাল শনিবার রাতে সম্মেলনের কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়।
কাউন্সিল অধিবেশন সর্বসম্মতভাবে তামজিদ হায়দারকে সভাপতি, শিমুল কুম্ভকারকে সাধারণ সম্পাদক ও রথীন্দ্রনাথ বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ও ১৪১ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ নির্বাচিত করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন রাগীব নাঈম।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাজিফা জান্নাত, অমর্ত্য রায়, মাঈন আহমেদ, আসিফ জামান, মনীষা ওয়াহিদ, সুজয় সরকার, মৈত্রেয় হাসান জয়িতা ও বায়েজিদ রহমান। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী ও তানজিমুর রহমান রাফি।
কাউন্সিলে মধুসূদন কর্মকার কোষাধ্যক্ষ, আমিনুল ইসলাম ইমন দপ্তর সম্পাদক, মেঘমল্লার বসু শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, একরামুল হক জিহাদ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, অন্তু অরিন্দম বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দূর্জয় রায় প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্ণি আনজুম সাংস্কৃতিক সম্পাদক, তাবিব মাহমুদ ক্রীড়া সম্পাদক এবং তিলোত্তমা ইতি সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাছিত হয়েছেন রাগীব নাঈম, রাকিবুল রনি, মাশরুখ জলিল, নিরব সরকার সাম্য, ঐশ্বর্য সরকার, ইমন আকন্দ, ইমদাদ মোহাম্মদ, শোভন প্রান্ত, তৌকির ইসলাম, রিদওয়ান পর্ব, সজীব নগর, আবু সাঈদ, জান্নাতুল নাঈম, রাকিব হোসেন ও জয় ভৌমিক। কেন্দ্রীয় কমিটির ৪টি পদ শূন্য আছে।
আসিফ