ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

দুই পুত্রবধূসহ

চলতি মাসেই দেশে ফিরছেন খালেদা জিয়া, তারেক রহমান ফিরবেন কবে?

প্রকাশিত: ২৩:৩৫, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৩৯, ২৭ এপ্রিল ২০২৫

চলতি মাসেই দেশে ফিরছেন খালেদা জিয়া, তারেক রহমান ফিরবেন কবে?

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলতি মাসের শেষ সপ্তাহে লন্ডন থেকে দেশে ফিরছেন। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। তাঁর সঙ্গে ফিরছেন দুই পুত্রবধূ জোবায়দা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

তবে, সাধারণ জনগণের মাঝে প্রশ্ন উঠেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন?

একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে দেশে ফেরাতে কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের প্রস্তুতি চলছে। আগামী বুধবারের মধ্যে তাঁর ফেরা নির্ধারিত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার কথা জানানো হয়েছে।

এদিকে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এখনো তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তি হয়নি। তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলা বিষয়েও কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সব মামলা শেষ করে আমাদের নেতাকে দেশে ফিরিয়ে আনতে।’

এছাড়া, বিএনপির নেতারা অনেকেই মনে করছেন তারেক রহমান দেশে ফেরার সাথে নির্বাচনে রোডম্যাপের সম্পর্ক আছে। তারেক রহমানের এখনো যেসব মামলায় মামলায় সাজাপ্রাপ্ত সেগুলো হলো হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ গ্রহণ মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা।

সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে মোট ৮৪টি মামলার মধ্যে এখন পর্যন্ত ৫টিতে দণ্ড হয়েছে। ৩৯টি মামলায় খালাস, অব্যাহতি বা মামলা খারিজ হয়েছে।

বিএনপি নেতারা মনে করছেন, দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের দেশে ফেরার বিষয়টি আগামী নির্বাচনের রোডম্যাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, ‘প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করে একটি নির্দিষ্ট সময়ে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=xrsz6IiBQIQ

রাকিব

×