ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের নির্দেশনায় কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের প্রত্যয় বিএনপি নেতার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৪১, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪২, ২৭ এপ্রিল ২০২৫

তারেক রহমানের নির্দেশনায় কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের প্রত্যয় বিএনপি নেতার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘আমি মনি করি- এই আধুনিক যুগে গণমাধ্যম একটি ইমপর্টেন্ট মাধ্যম। সাংবাদিকরা একটি আয়না। রিপোর্ট পক্ষে গেলে মানুষ বাহবা দেন। বিপক্ষে গেলে সবচেয়ে খারাপ ব্যবহার করা হয়। নির্যাতন পর্যন্ত করা হয়।’ উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর-রুণিকে বাসায় ঢুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যার আজ পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আমরা নৃশংস ওই হত্যাকান্ডের বিচারের দাবিতে ঘটনার পর থেকেই সোচ্চার ছিলাম।

রবিবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় তিনি এসব বলেন। কুয়াকাটা প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোশাররফ হোসেন আরো বলেন, ‘কুয়াকাটার উন্নয়নে সাংবাদিকদের আরো বেশি অগ্রণী ভূমিকা নিতে হবে। আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনের উন্নয়নে সর্বদা সচেষ্ট রয়েছি। এ সংক্রান্ত দিক নির্দেশনামূলক রিপোর্ট করে সরকারকে আপনাদের সহায়তা করতে হবে। আপনাদের সকল সহায়তা করতে আমরা প্রস্তুত রয়েছি।’

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে ও সাংবাদিক কাজী সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পুলিশি থানা মহিপুর বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, জামায়াত ইসলামী কুয়াকাটা পৌরসভার আমীর মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলন কুয়াকাটার সভাপতি ফজলুল হক খান প্রমুখ। এর আগে প্রেসক্লাবের পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকা প্রদক্ষিণ করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আসিফ

×