
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নৌকার ভাস্কর্য ভেঙে দিয়ে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার।
রবিবার (২৭ এপ্রিল) সকালে কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ির সামনে পুকুরপাড়ে নির্মিত ইট, বালু, সিমেন্ট ও রডের তৈরি নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন।
প্রায় ৩০ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবু ছাইদ শিকদার। তাঁর এমন পদক্ষেপে পুরো কোটালীপাড়া উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে আবু ছাইদ শিকদার নিজের বাড়ির সামনে নিজ উদ্যোগে দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্য নির্মাণ করেন। তবে দলের প্রতি অসন্তুষ্টি থেকে আজ তিনি নিজেই সেটি ভেঙে ফেলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কাজী মুক্তা বলেন, “আবু ছাইদ শিকদার তার মামা প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। পরে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এখন আওয়ামী লীগের কঠিন সময়ে এসে তাঁর এমন আচরণে আমরা গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ। আমরা নৌকা ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাই।”
অন্যদিকে, আবু ছাইদ শিকদার নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “যার জন্য রাজনীতি করতাম, সে নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়েছে। আদর্শচ্যুত হয়েছে। তাই আমি আর এই দল করবো না। সে যদি ফিরেও আসে, আমি আর আওয়ামী লীগে ফিরবো না। সেই কারণেই প্রতীকীভাবে নৌকা ফলক (ভাস্কর্য) ভেঙে ফেলেছি।”
নুসরাত