ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী 

প্রকাশিত: ১১:৪৭, ২৭ এপ্রিল ২০২৫

ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফ্যাসিবাদের বিচারকদের বিচার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, "ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে। শেখ হাসিনার আমলে যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে না?"

আজ (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কত দূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, "পৃথিবীর অনেক দেশ আছে, যেমন ডেনমার্ক—তার লোকসংখ্যা মাত্র ৫ মিলিয়ন, মাত্র ৫০ লাখ। আর আমাদের নেতাকর্মীর নামে মামলা ৬০ লাখ। একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি।"

তিনি মন্তব্য করেন, "এই বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলছে না অনেকদিন ধরে। কখনো ডিক্টেটর, আবার তার বিবর্তন হয়ে ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে এই কাজগুলি করেছে। দ্রুত এটা নিরসন করা দরকার। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত।"

এসময় রিজভী বিচারকদের নাম উল্লেখ করে বলেন, "জাস্টিস খাইরুল হক, জাস্টিস এনায়েতুর রহিম, জাস্টিস আসাদুজ্জামান—এরকম অসংখ্য নাম। এরা সবচেয়ে নির্দোষ যে নারী জনগণের পক্ষে সংগ্রাম করেছেন নির্বচ্ছিন্নভাবে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি, মাটিকে ছেড়ে যাননি।"

রিজভী বলেন, "এদেশের মৃত্তিকা, পানি, বৃক্ষ, পাখি—এদেশের যিনি নিবিড়ভাবে ভাবেন এবং বেশি মিশে আছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছেন। সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালতে।"

তিনি প্রশ্ন করেন, "তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না? ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে। শেখ হাসিনার আমলে যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন, তাদের কেন বিচার হবে না?"

রুহুল কবির রিজভী আরও বলেন, "তাদের বিচার নিশ্চিত করতে হলে ভবিষ্যতে কেউ কোন আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না। এটাই হওয়া উচিত।"

 

 

সূত্র:https://tinyurl.com/pahnd8nx

আফরোজা

×