
সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। ছবিঃ সংগৃহীত
রাজনৈতিক দল হিসেবে বিএনপি'র জনপ্রিয়তা কতটুকু তা বোঝা যাবে যদি ভবিষ্যতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়। এমনটা মন্তব্য করেছেন বিএনপি'র শিক্ষা বিষয়ক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এসব কথা বলেন তিনি।
সাবেক সংসদ সদস্য বলেন, ‘যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি জনগণের সহমত নিয়ে ক্ষমতায় আসবে। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই। এখানে যেটা সবচেয়ে বেশি উল্লেখ করা দরকার, যদি আপনি গণতন্ত্র ফিরিয়ে না আনেন, তাহলে সাধারণ মানুষের কথা কে বলবে? সাধারণ মানুষের কথা তো বলবে প্রতিনিধিরা, তাদের কাছে যারা যাবে তারা।
বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বিরোধীদল থাকা অবস্থায় যেগুলো বলে, সেগুলো পরবর্তীতে আর শুনেও না, মানেও না। এ কথার প্রেক্ষিতে হেলেন বলেন, গণঅভ্যুত্থানের পরে তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিলো না। কিন্তু বাংলাদেশ সরকার ছাড়া খুব ভালোভাবেই চলেছে। সরকারবিহীনও রাষ্ট্র পরিচালিত হলো। আমরা ছাত্র রাজনীতি করে যারা এসেছি, আমরা ভীষণভাবে বিব্রত হয়েছি। কারণ, একাত্তরে ছাত্ররা বিরাট ভূমিকা পালন করেছিলো। নব্বইয়ে ছাত্ররা বড় ভূমিকা পালন করেছে। কিন্তু ছাত্ররা কোনদিন সরাসরি সরকারে চলে যাবে, মন্ত্রী হয়ে যাবে, এটা কেউ কখনো প্রত্যাশা করেনি।
মুমু