
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বলেছেন, দেশকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে।
তিনি বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি বিরোধী দলগুলোর ওপর ব্যাপক অত্যাচার, নিপীড়ন, জেল-জুলুম এবং মিথ্যা মামলা নেমে এসেছিল। সেই অশুভ অতীতের পুনরাবৃত্তি যেন না ঘটে, এজন্যই জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে।
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রীতি, শান্তি এবং সকল মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করাও এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। সকলকে পরমত সহিষ্ণু হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নাহিদের বাবার ভাষায়, "আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সমতার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করা। এনসিপি সেই লক্ষ্যকে অন্তরে ধারণ করে সাম্য, ইনসাফ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে। ভবিষ্যতে কোনো বিরোধী দল যেন সরকারের রোষানলে পড়ে নির্যাতনের শিকার না হয়, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই না একটি ফ্যাসিস্ট সরকার হটিয়ে নতুন আরেকটি ফ্যাসিবাদের জন্ম হোক।"
আসিফ