
জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে দলটির নেতারা দাবি করেছেন, সকল প্রকার রাজনৈতিক সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
শনিবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। ভারতে ওয়াকফ আইন সংস্কারের প্রতিবাদ এবং প্রস্তাবিত নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে আয়োজিত এই সমাবেশে দলটির নেতারা বক্তব্য রাখেন।
মুফতি ফয়জুল করিম বলেন, ভারতের মোদি সরকার ওয়াকফ আইন সংশোধন করে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখার সুযোগ তৈরি করেছে। এটি বিশ্বের কোনো মুসলমান মেনে নিতে পারে না।
তিনি বাংলাদেশের প্রস্তাবিত নারী সংস্কার কমিশনেরও কঠোর সমালোচনা করেন এবং বলেন, "ইসলামী অনুভূতিতে আঘাত দেয়, এমন কোনো সংস্কার এদেশের মানুষ মেনে নেবে না।
তিনি আরও অভিযোগ করেন, এই কমিশনের প্রস্তাবকরা এনজিও ও বিদেশি সংস্থার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। তাদের শুধু কমিশন বাতিল করলেই চলবে না, আইনের আওতায় এনে জনসম্মুখে বিচার করতে হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম বলেন, প্রথমে স্থানীয় নির্বাচন দিতে হবে। যদি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়, তবে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে বলে আমরা মনে করবো। আর যদি স্থানীয় নির্বাচনও প্রহসনে পরিণত হয়, তাহলে তা প্রমাণ করবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি।
তিনি জানান, আগে সংস্কার, পরে নির্বাচন এই দাবিতে দলটি শিগগিরই ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি ঘোষণা করবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আর কোনো প্রহসনের নির্বাচন এদেশে হতে দেয়া হবে না। সরকারকে এখনই সংস্কারে মনোযোগী হতে হবে।
দলটির নেতারা সরকারকে সতর্ক করে বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে আগে সংস্কার হবে, নাকি আগে নির্বাচন হবে।
এসএফ