ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বিএনপি কর্মীকে আ. লীগ পরিচয়ে মামলায় ফাঁসাল পুলিশ

প্রকাশিত: ২১:৪৩, ২৬ এপ্রিল ২০২৫

বিএনপি কর্মীকে আ. লীগ পরিচয়ে মামলায় ফাঁসাল পুলিশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির এক কর্মীকে আওয়ামী লীগের কর্মী সাজিয়ে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে থানার পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগী নুরুল আলমের পরিবার এ অভিযোগ করেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।     

জানা গেছে, গত ১২ এপ্রিল বিকেলে জায়গা-জমিসংক্রান্ত মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে নুরুল আলমকে (৪৫) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম। তিনি কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওস্তাদ পাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। পরদিন ১৩ এপ্রিল তাকে আদালতে পাঠানো হয়। তবে তাকে দেখানো হয় ২০২৪ সালের ৮ নভেম্বর পাইন্দং ইউনিয়নে শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। আটক নুরুল আলমের মেয়ে শান্তা মনি অভিযোগ করেন, 'বাবাকে আটকের পর রাতে খাবার নিয়ে থানায় গেলে এসআই রাজ্জাক টাকা দাবি করেন। টাকা না দিলে রাজনৈতিক মামলায় জড়িয়ে চালান করার হুমকি দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলায় ফাঁসানো হয়।'

তিনি আরও জানান, জায়গাসংক্রান্ত মামলায় জামিন পেলেও রাজনৈতিক মামলায় তার বাবা এখনো কারাগারে আটক রয়েছেন।

কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী বলেন, ‘নুরুল আলম আমাদের ইউনিয়নের একজন সক্রিয় বিএনপি কর্মী। তাকে আওয়ামী লীগের কর্মী সাজিয়ে মিথ্যা মামলায় জড়ানো অনৈতিক। এ বিষয়ে তার পরিচয় নিশ্চিত করে আমরা একটি প্রত্যয়নপত্রও দিয়েছি।’

তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করে ফটিকছড়ি থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, 'এমন কোনো ঘটনার সত্যতা নেই।'   

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, 'নুরুল আলমের ব্যাপারে খোঁজখবর নিয়ে নতুন মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। টাকা দাবির অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

আসিফ

×