ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন না: শিশির

প্রকাশিত: ২০:৩৭, ২৬ এপ্রিল ২০২৫

সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন না: শিশির

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা বরদাশত করা হবে না।

তিনি বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি—আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু সরকার আজ আমাদেরকে ইনিয়ে-বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নতুন আইন এবং রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন আছে।”

শিশির বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন আমরা জুলাই বিপ্লব করেছিলাম, যখন রাজপথে শহীদ হয়েছিলাম, তখন কোনো রাজনৈতিক ঐক্যমত বা আইনের মধ্য দিয়ে বিপ্লব সাধিত হয়নি। আমরা সেই সময় বর্তমান সংবিধানকে উপেক্ষা করে এবং প্রচলিত কাঠামোকে ছুঁড়ে ফেলে রাজপথে নেমেছিলাম।”

তিনি আরও বলেন, “আমরা বিপ্লব করেছি, অভ্যুত্থান করিনি। আর আপনারা সংবিধানের শপথ নিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এখন সংবিধানের মারপ্যাঁচে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করা যাবে না।”

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইনি জটিলতার যুক্তি দেখিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে শিশির বলেন, “আমরা কোনো হাইকোর্টের ব্যাখ্যা চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের উপদেষ্টারা যেন চাকরি করতে নয়, বরং রাষ্ট্র সংস্কারের জন্য দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হলো সন্ত্রাসী, জঙ্গি ও আরএসএসের মদদপুষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।”

এসময় তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা বিএনপির কাছে স্পষ্ট উত্তর চাই। জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে—এই সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। বিএনপি পরিষ্কার করুক, তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, নাকি নিষিদ্ধ করতে চায়।”

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে শিশির বলেন, “আপনি বাংলাদেশের প্রতিটি বিষয়ে কথা বলেন, ৩১ দফা সংস্কারের কথা বলেন। কিন্তু কেন একবারও আওয়ামি লীগ নিষিদ্ধের দাবি তোলেন না? আমরা জানতে চাই—আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে, নাকি পুনর্বাসনের পক্ষে?”
 

সায়মা ইসলাম

×