ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

শেখ মুজিব আত্মসমর্পণ করলে স্বাধীনতার ঘোষণা দেন জিয়া: আব্দুস সালাম

প্রকাশিত: ২০:১৫, ২৬ এপ্রিল ২০২৫

শেখ মুজিব আত্মসমর্পণ করলে স্বাধীনতার ঘোষণা দেন জিয়া: আব্দুস সালাম

ছবিঃ সংগৃহীত

শেখ মুজিব আত্মসমর্পণ করলে স্বাধীনতার ঘোষণা দেন জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। একটি সমাবেশে বক্তৃতার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির এমন কোন নেতাকর্মী নাই যার বিরুদ্ধে মামলা দেয় নাই আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশের জন্য রাজনীতি করে। জিয়াউর রহমানের উত্থান হয়েছিল ৭১ এর ২৫ মার্চ। শেখ মুজিব যখন পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিল, সেই সময় এই জাতির সামনে কোন দিকনির্দেশনা ছিল না। তখনই ধূমকেতুর মত জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই জিয়াউর রহমানকে হাসিনারা বলছে রাজাকার। আল্লাহর বিচার হইছে। 

তিনি আরো বলেন, আজকে আওয়ামী লীগের কর্মী ভাইদের বলব, আপনারা হয়তো লুটের মাল পান নাই, আপনারা হয়তো ছিনতাইয়ের মাল পান নাই, কারণ সব ভাগাভাগি হয়ে গেছে। তাই আমরা বিশ্বাস করি, ওই লুটেরার পক্ষে আর কেউ যাবে না। এই দেশকে স্বাধীন রাখতে হলে বিএনপি ছাড়া আর কোন বিকল্প নাই।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1FUmuwi4Rr/

রিফাত

×