ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

আমার দলের লোককে নয়, যারা ভালো তাদেরকে ভোট দিবেন: নুর

প্রকাশিত: ২০:১৫, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:১৫, ২৬ এপ্রিল ২০২৫

আমার দলের লোককে নয়, যারা ভালো তাদেরকে ভোট দিবেন: নুর

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের পরিবর্তনের জন্য যোগ্য প্রতিনিধিদেরই নির্বাচিত করা উচিত। শনিবার দুপুরে পঞ্চগড়ের শেরে বাংলা মোড়ে এক গণসমাবেশে তিনি বলেন, "আমি বলবো না আমার দলের লোককে ভোট দেন। যারা ভালো, তাদেরকেই ভোট দিয়ে সংসদে পাঠান। জনগণকেই ঠিক করতে হবে কারা দেশের নেতৃত্বের যোগ্য।"

তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানের পরও দেশে দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা আর আওয়ামী জামানার ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরতে চাই না। সময় এসেছে পরিবর্তনের। এবার যদি পরিবর্তন করতে না পারেন, পরে আফসোস করতে হবে।"

নুর দাবি করেন, "আমরা বুকের রক্ত দিয়ে দখলদার ও চাঁদাবাজদের হটিয়েছি। কিন্তু এখনো দেশে দখল ও চাঁদাবাজি চলছে। আজ যারা ক্ষমতায়, তারাই দখলদার ও চাঁদাবাজ হয়ে উঠেছে। আমরা পরিবর্তনের রাজনীতির কথা বলি। সামনে ভোট আছে, জনগণ তার জবাব দেবে।"

আসিফ

×