
ছবি: নড়াইল জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভায় উপস্থিত মানুষের একাংশ
নড়াইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মতো আনুষ্ঠানিক পরিচিতি সভা আয়োজন করেছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নড়াইল শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যার আগে নড়াইল শহরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এনসিপি নড়াইল জেলা শাখার আহ্বায়ক শরীফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের পিতা মোঃ জামিরুল ইসলাম, জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, জেলা জামায়াত নেতা মোঃ আইয়ুব হোসেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, আব্দুর রউফ, মোঃ মাহবুবুর রহমান, মোঃ মফিজুর রহমান, মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ ফারুক হোসেন,আব্দুর রহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ আব্দুর রহমান মেহেদী প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি নতুন এই দলটি গঠনের পর প্রথম নড়াইলে জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক কোন সভা অনুষ্ঠিত হলো।
মহসিন/রবিউল