
কুমার নদ পরিদর্শন কালে
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর বড়দিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, 'ফরিদপুরে কিছু বিএনপি নেতাদের সাথে খাতির করে কুমার নদের বালি উত্তোলনের পায়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসরেরা। কোন অসাধু কাজের সাথে বিএনপি নেতারা জড়িত থাকলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন। বিএনপি কারো কোন অন্যায় কাজকে প্রশ্রয় দিবে না।
তিনি বলেন, বাংলাদেশের আমারা ভালো কাজ করবো, সৎ কাজ করবো। ৫ আগস্টের পরে এতো তাজা প্রাণের বিনিময়ে ছাত্রজনতার আন্দোলনে আত্মাহুতির পরে যখন আমরা একটি নতুন বাংলাদেশের দিকে আগাতে চাচ্ছি, তখন ফ্যাসিবাদের দোসরেরা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বুঝতে হবে ফ্যাসিবাদের দোসরেরা এখনো আছে। এরা এখন কুমার নদের বালি উত্তোলনের সাথে জড়িত আছে, তারা ফরিদপুর জেলা বিএনপির নেতাদের সাথে খাতির করে আবার কুমার নদের বালি উত্তোলনের এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পায়তারা করছে।
তিনি আরও বলেন, এই সমস্ত অসাধু কাজ আর নগরকান্দা-সালথায় হতে দেওয়া যাবেনা। প্রশাসনের নিকট অনুরোধ করবো যখন আপনারা তথ্য জানবেন, তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নিবেন। পাশাপাশি স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ, আমাদের সাধারণ খেটে-খাওয়া দরিদ্র কৃষক সহ আপামর মানুষের জীবিকা, প্রকৃতির প্রাণবৈচিত্র এই নদীর উপর নির্ভরশীল। তিনি ফরিদপুরের পদ্মা নদী থেকেও অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানান।
শামা ওবায়েদ বলেন, গত ১৫ বছর সারাদেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংক লুট হয়েছে। সাধারণ শ্রমিক, ছোট চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট খালি করে বাড়ি-গাড়ি শূন্য করে শেখ হাসিনা ও তার দোসরেরা লুটপাট করেছে। আর আমরা হামলা-মামলা, নির্যাতন সহ্য করেছি ১৫ বছর।
সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নী জেনারেল জুয়েল মুন্সি সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জাহিদুর রহমান জাহিদ মাষ্টার প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।
সায়মা ইসলাম