ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জামায়াতের ব্যানারে অমুসলিম প্রার্থী স্বাগত জানানোর সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে: রনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৪৭, ২৬ এপ্রিল ২০২৫

জামায়াতের ব্যানারে অমুসলিম প্রার্থী স্বাগত জানানোর সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে: রনি

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানকে সাধুবাদ জানিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি মন্তব্য করেন, আজকের জামায়াত নেতৃত্বের এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করবে। 

গোলাম মওলা রনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী যেটা করতে চাচ্ছে যে তাদের দলে ভিন্ন মতাবলম্বীর নেতা আনতে চাচ্ছে, এটি একটি নতুন মাত্রা। এবং এটি এত ভালো যে জামায়াতে ইসলামীর যেই আদর্শ, সেটা হলো মওলানা আবুল আলা মওদুদী সাহেবের। উনি আসলে কোনো রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাননি। তার মূল লক্ষ্য ছিল সৎ লোকের শাসন চাই। পরবর্তীতে যারা ফাঁসিতে ঝুললেন তাদের আদর্শকে ডিঙিয়ে আজকের জামায়াত নেতৃত্ব যে এত মডারেটেড চিন্তা করতে পারছেন তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে।’

উল্লেখ্য, সম্প্রতি এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনে অংশ নেবেন। জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নিলে আপনাদের স্বাগত জানানো হবে।’ 

মুমু

×