
ছবি সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “আওয়ামী লীগের আগামী ৪০ বছর পরও ক্ষমতায় আসার সুযোগ নেই।" তিনি বলেন, দেশের মানুষ অত্যাচার, নির্যাতন ও ভোটহীনতার জবাব দিতে প্রস্তুত।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “বিএনপিকে নিশ্চিহ্ন করতে গত ১৬ বছরে কত গুম-খুন হয়েছে, কত নির্যাতন হয়েছে! কিন্তু এখন তারাই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এটা আল্লাহর বিচার। আল্লাহ মজলুমের কথা শুনেন।"
জনগণের উদ্দেশে টুকু বলেন, “আগামীতে যার হাতে ধানের শীষ দেখবেন, তাকেই ভোট দেবেন। কারণ বিগত ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি।"
আশিক