ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের বিচার,নিষেধাজ্ঞা,সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির!

প্রকাশিত: ১২:২৬, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:২৬, ২৬ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের বিচার,নিষেধাজ্ঞা,সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির!

জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল।তিনি তার বক্তব্যে বলেন,এই নতুন বাংলাদেশের নতুন করে আর আওয়ামী লীগ রাজনীতি করার কোন সুযোগ নেই, এবার যারা আওয়ামী লীগকে নতুন করে রাজনীতি করার সুযোগ দিবে, আগামীর বাংলাদেশের তরুণরা তাদেরকেও সেই পাঁচে আগস্টের মত অবস্থা করে ছেড়ে দিবে।

বর্তমান সরকারের কাছে দাবি তারা যেন অতি দ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে।
 

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে যাতে নতুন করে আর কোন ফ্যাসিবাদ তৈরি না হয়।

আফরোজা

আরো পড়ুন  

×